মহাবিপর্যয়ে হাইতি: ত্রাণ নেই যোগাযোগ বিচ্ছিন্ন, মৃত ২ হাজার পার
আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। কিছুদিন আগেই তাদের প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, যার কারণে চলছে মারাত্মক রাজনৈতিক সংকট। তার ওপর করোনাভাইরাস মহামারি তো রয়েছেই। এতগুলো ধাক্কা সামলে ওঠার আগেই গত সপ্তাহে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে হাইতিতে। এতে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে দেশটির দক্ষিণাংশ। ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এখানেই শেষ নয়। ভূমিকম্পের আঘাতে খোলা আকাশের নিচে নেমে আসা মানুষগুলোর ওপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড়, প্রাণহানি হয়েছে তাতেও। সবমিলিয়ে এক মহাবিপর্যয়ে পড়েছে ক্যারিবীয় দেশটি।