ফেরির জন্য সড়কে তিনদিন, পারের অপেক্ষায় শতশত ট্রাক
গত তিন দিন ধরে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রয়েছে ট্রাক চালক শামসুজ্জামান।
গত ১৬ আগস্ট তিনি নদী পারের জন্য মাগুরা থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে বের হন। গোয়ালন্দ মোড়ে পৌঁছানোর পর দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য তাকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর দিকে ঘুরিয়ে দেন। এরপর কেটে গেছে তিন দিন। এখনও ফেরির দেখা পাননি তিনি।