করোনাকালে ডেঙ্গি ও চিকুনগুনিয়া
চারদিকে বিভিন্ন জ্বরের ব্যাপকতার জন্য এ সময়টা খুবই উদ্বেগজনক। জ্বর কোনো রোগ নয়, কোনো সংক্রমণ বা অন্তর্নিহিত কোনো রোগের উপসর্গ মাত্র।
তবে জ্বরকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। তার ওপর বর্তমানে ভয়াবহ কোভিড-১৯ মহামারির ডেল্টা ভ্যারিয়েন্টের ঊর্ধ্বগামী তৃতীয় ঢেউয়ে আমরা সবাই আতঙ্কিত। একে তো ভয়াবহ করোনার নতুন রূপান্তর ডেল্টার দুর্দান্ত সংক্রমণ, এর মধ্যেই ডেঙ্গির প্রাদুর্ভাব। আবার করোনার মতোই চিকুনগুনিয়া ও ডেঙ্গির মূল ও প্রথম উপসর্গ হলো জ্বর।