টিকা নেয়ার পর ব্যথা-জ্বর হলে যা করবেন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ২৩:৪২
চলছে করোনাভাইরাস প্রতিরোধে এর টিকাদান কর্মসূচী। ইতিমধ্যেই অনেকেই টিকা গ্রহণ করেছেন। আরো অনেকেই টিকা গ্রহণের জন্য অপেক্ষা করছেন। নির্দিষ্ট বয়সসীমার মধ্যেই সবাইকে টিকা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
তবে ইতোমধ্যে যারা টিকা গ্রহণ করেছেন, তাদের মধ্যে টিকা নেয়ার পর শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও এই পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আগে থেকেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর জন্য প্রয়োজনে ওষুধ খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। তবে এক্ষেত্রে কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা চলবে না। টিকার পার্শ্বপ্রতিক্রিয়াস্বরূপ জ্বর জ্বর ভাব, জ্বর, গা ও হাত-পা ব্যথা আসছে অনেকের। তাই চলুন জেনে নেয়া যাক টিকা নেয়ার পরে ব্যথা-জ্বর হলে কী করবেন-