![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/18/afganistan-180821-01.jpg/ALTERNATES/w640/afganistan-180821-01.jpg)
শঙ্কার মেঘ কেটে গেছে আফগান ক্রিকেটের
জীবনের নিরাপত্তা যেখানে হুমকির মুখে, সেখানে খেলাধুলা তো গৌণ বিষয়। রাজধানী কাবুলসহ পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের দখলে চলে যাওয়ায় দেশটির ক্রিকেটও পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়। তবে সংশয়ের সেই কালো মেঘ সরে গেছে বলেই বোঝা যাচ্ছে। পাকিস্তান সিরিজের জন্য অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা।