![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/18/muddy-road-naogaon-180821-01.jpg/ALTERNATES/w640/muddy-road-naogaon-180821-01.jpg)
রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
নওগাঁর একটি রাস্তায় ধানের চারা রোপণ করে সংস্কার না করার প্রতিবাদ করেছেন এলাকাবাসী। বুধবার মান্দা ও মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী রাস্তায় তারা ধানের চারা রোপণ করেন। স্থানীয়রা জানান, মান্দার গণেশপুর এবং মহাদেবপুরের সফাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামকে যুক্ত করেছে এই কাঁচা রাস্তা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতিবাদ
- ধানের চারা