![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Aug/1629300105_hijab.jpg)
Taliban: বাধ্যতামূলক নয় বোরখা, হিজাবেই চলবে, মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ, ঘোষণা তালিবানের
আফগান মহিলাদের বোরখা পরতে বাধ্য করা হবে না বলে এ বার ইঙ্গিত দিল তালিবান। আফগানিস্তানে সরকার গঠন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু চলছে তালিবানের। কিন্তু তাঁদের জমানায় মহিলাদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেই আবহে তালিবান নেতৃত্ব জানিয়ে দিলেন, বোরখার পরিবর্তে হিজাব পরলেই চলবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হিজাব
- বোরকা
- আফগান নারী
- তালেবান সরকার