![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F18%2Fashrafghani.jpg%3Fitok%3DUtmX8Tkg)
আশরাফ ঘানি কোথায়
এনটিভি
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১৬:৫০
তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশের দিন (গত রোববার) দেশত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেদিন ধারণা করা হচ্ছিল, আশরাফ ঘানি প্রতিবেশী দেশ উজবেকিস্তান বা তাজিকিস্তানে আশ্রয় নেবেন।