কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একা হলেও লড়াইটা অব্যাহত রাখতে হবে

দেশ রূপান্তর চিররঞ্জন সরকার প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১৬:২৯

মানুষে মানুষে যোগাযোগ, সম্পর্ক, যৌথ জীবনযাপন, সমবেত লড়াই ইত্যাদি ইত্যাদি যে একটা জটিল সমস্যাপূর্ণ বিষয়, তা মনোবিশ্লেষক, ভাষাবিজ্ঞানী ও দার্শনিকরা যুগে যুগে টের পেয়েছেন, এখনো টের পাচ্ছেন।


‘মানুষ মূলত একা’ এ এক গভীর দার্শনিক অভিজ্ঞতা। অনেকেই দীর্ঘশ্বাসের সঙ্গে বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক-একটা বিচ্ছিন্ন দ্বীপ। পথ যা, তা একাই পাড়ি দিতে হয়। ঘুমহীন রাতগুলো একাই পার করতে হয়। হারতে থাকা যুদ্ধগুলোও লড়তে হয় একা একাই। দিনশেষে আলো-আঁধারির ফুটপাতে একা বসেই ভাবতে হয় একান্ত কিছু বিচ্ছিরি অনুভূতির কথা। সবকিছুর শেষে মানুষ আবারও উঠে দাঁড়ায়, বাঁচে আরও কিছু একা মানুষের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও