ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর বিধ্বস্ত ভবন থেকে ১৬ জন জীবিত উদ্ধার
ক্যারিবীয় রাষ্ট্র হাইতিতে ভূমিকম্পের তিনদিন পর একটি বিধ্বস্ত ভবন থেকে কমপক্ষে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত ওই ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়।
হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া ওই একই ভবন থেকে আরও ৯ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।