![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F477e35aa-6ad3-494f-950c-960106c9678a%252FKabul.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কিছু আফগান নাগরিকের পাসপোর্ট ধ্বংস
আফগানিস্তান থেকে নিরাপদে লোকজনকে সরানোর প্রাক্কালে কিছুসংখ্যক মার্কিন-সমর্থক আফগান নাগরিকের পাসপোর্ট ধ্বংস করা হয়েছে। কাবুলে মার্কিন দূতাবাসের লোকজন এ কাজ করেছেন।
কিছু আফগান নাগরিকের পাসপোর্ট ধ্বংস করে দেওয়ার কোনো কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়নি। তবে সিএনএন এ-সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা আফগান নাগরিকদের পরিচয়সংক্রান্ত কোনো তথ্য যাতে তালেবানের হাতে না পড়ে, সে জন্যই এমন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।