![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F2852606e-3adf-4658-bcef-ae882993a7b1%252FMullah_Abdul_Ghani_Baradar.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
আফগানিস্তানে ফিরছেন তালেবানের নির্বাসিত নেতারা
আফগানিস্তান দখলের পর সেখানে ফিরতে শুরু করেছেন তালেবানের নির্বাসিত নেতারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে ফিরেছেন, তাঁদের মধ্যে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারও রয়েছেন।
নির্বাসনে থাকা তালেবান নেতাদের অনেকেই কাতারের দোহায় অবস্থান করছিলেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা সেখানে হয়েছে। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তিও হয়েছে। এ সময় তালেবানের নির্বাসিত নেতারা সেখানে উপস্থিত ছিলেন।