কাশ্মীর নিয়ে আমাদের মাথাব্যথা নেই: তালেবান
কাশ্মীর নিয়ে তালেবানের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বাহিনীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। মঙ্গলবার রাতে কাবুলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
তালেবান মুখপাত্র বলেন, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরে আমাদের কোনো নজর নেই। জাবিহুল্লাহ ‘দুপক্ষ’ বলে ভারত এবং পাকিস্তানকেই বোঝাতে চেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তিনি বলেন, আমরা এখন কারো সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করতে চাই না।