কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবীণের জীবনযুদ্ধ

সমকাল রেজাউল করিম খান প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ০৯:৩৭

বাংলাদেশে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বিপুলসংখ্যক প্রবীণ এখন কেবল বেঁচে থাকার জন্যই হাত বাড়িয়ে আছেন নিকটজনের দিকে। কিন্তু একটু সহায়তা, কৃতজ্ঞতা ও সহানুভূতি জানানোর সময়-সুযোগও অনেকের হয় না। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুভয়। দেশ ও অঞ্চলভেদে এই ভাইরাস সংক্রমণে ভিন্নতা দেখা গেলেও প্রবীণ জনগোষ্ঠীই অধিকতর মৃত্যুঝুঁকিতে রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উপাত্তেও লক্ষণীয়।


আর এসব মানুষের যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যা থাকে তো তাদের অবস্থান মৃত্যুর অতি নিকটেই বলে চিকিৎসকরা সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সংগত কারণেই অধিকাংশ বয়স্ক মানুষ নিতান্ত বাধ্য না হলে এখন আর ঘরের বাইরে যাচ্ছেন না। এতেও দেখা দিচ্ছে নানা বিপত্তি। অনেকেরই রয়েছে খাবারের অভাব, আবার কেউ কেউ পাচ্ছেন না প্রয়োজনীয় ওষুধ। ফলে তাদের কাছে জীবন অনেকটাই দুর্বিষহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও