করোনাভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই সংক্রমণের তীব্রতার পরিপ্রেক্ষিতে করোনার টিকার চাহিদা প্রবল। আমরাও যখন টিকার সংকটে রয়েছি, তখন করোনার টিকা দেশে উৎপাদনের বার্তা নিঃসন্দেহে অত্যন্ত স্বস্তির। মঙ্গলবার সমকালসহ অন্য সংবাদমাধ্যমে প্রকাশ, তিন মাসের মধ্যে চীনের সিনোফার্মের টিকা দেশেই উৎপাদন করবে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। যৌথভাবে উৎপাদিত এ টিকা সরকার কিনবে ইনেসেপ্টার কাছ থেকে। সোমবার ঢাকায় সিনোফার্ম, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়। আমরা জানি, দেশে গত ফেব্রুয়ারিতে টিকা প্রদান কার্যক্রম শুরু হলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়ার পর স্বল্পতার কারণে দ্বিতীয় ডোজে সংকটের সৃষ্টি হয়।
You have reached your daily news limit
Please log in to continue
করোনা প্রতিরোধে বড় অগ্রগতি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন