ভিডিও স্টোরি- সিরিজ বোমা হামলার ১৬ বছর: দেশ কতটুকু নিরাপদ?

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ২০:১১

১৭ই আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলার ১৬ বছর। ২০০৫ সালের সেই হামলার সাথে জড়িত ছিল জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি। এ ঘটনার পর জেএমবির অন্তত: ১হাজার সদস্যকে গ্রেপ্তার করা হয়। ফাঁসি কার্যকর হয় জেএমবির প্রথম সারির নেতাসহ অনেক সদস্যের। কিন্তু গত কয়েক বছরে ঘটে যাওয়া জঙ্গী কর্মকান্ডের সাথে নব্য জেএমবির নাম উঠে আসছে। নাম পাল্টে জেএমবিই কি তাহলে দেশে জঙ্গী কার্যক্রম চালাচ্ছে? সেই বর্বরচিত হামলার ১৬ বছর পর বাংলাদেশে জঙ্গীবাদের ঝুঁকি এখন কতটুকু?

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে