![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhelena-20210817164055.jpg)
এখনই মুক্তি পাচ্ছেন না হেলেনা জাহাঙ্গীর
পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে হেলেনা আরও তিন মামলায় গ্রেফতার থাকায় মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী শফিকুল ইসলাম।