![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjhenaidah-20210817154216.jpg)
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আশা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আশা মিয়া জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।