তালেবান সদস্যসহ শত শত বন্দি কারাগার থেকে পালিয়েছে
গত রবিবার রাজধানী কাবুল দখল করার মধ্য দিয়ে আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান। সেই দিনই দেশটির চারিকার কারাগার থেকে শত শত বন্দি পালিয়ে গেছেন। এদের মধ্যে তালেবান সদস্যরাও আছেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল রউফ উরুজগানি এবং প্রাদেশিক পুলিশ প্রধান জানিয়েছেন, কারাগার পরিচালকের অবহেলার সুযোগ নিয়ে এই বন্দিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। অন্তত ৬০০ বন্দি পালিয়ে গেছেন।
চারিকারের এক বাসিন্দা জানান, বন্দিরা কারাগার থেকে পালানোর পর নিরাপত্তা বাহিনী গুলি ছোড়েছে। যা স্থানীয় মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।