‘আমরা এখানে দুশ্চিন্তায়, দেশে স্বজনরা’
ডেইলি স্টার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ১৩:০৫
শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় দেশে ফিরতে পারেননি আফগানিস্তানে কর্মরত একটি মুঠোফোন কোম্পানির সাত বাংলাদেশি প্রকৌশলী।গতকাল সোমবার সন্ধ্যায় কাবুল হয়ে তাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে তাদের ফ্লাইট বাতিল হয়।
এই বাংলাদেশিরা এখন চরম দুশ্চিন্তায় আছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। বিমানবন্দর স্বাভাবিক হলেই যেন তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়, সরকারের প্রতি সেই অনুরোধও করেছেন তারা।
এই সাত বাংলাদেশি হলেন: ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ কামরুজ্জামান ও আবু জাফর মাসুদ করিম, গাজীপুরের রাজিব বিন ইসলাম ও মনিরুল হক, ফেনীর মোহাম্মদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জের ইমরান হোসেন এবং গাইবান্ধার শেখ ফরিদ আহমেদ। তারা সবাই ১২ থেকে ১৮ বছর ধরে আফগানিস্তানে কর্মরত।