তালেবান শাসনে কি আফগানিস্তানে স্থিতিশীলতা আসবে?
আফগানিস্তান এমন একটি দেশ, যাকে বলা হয় ‘সম্রাটদের কবরস্থান’। ইতিহাস বলে তাদের সাময়িকভাবে কব্জা করা গেছে কিন্তু সব দখলদারকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে। সবাই তাদেরকে সভ্যতার ছোঁয়া, শিক্ষা দিতে গেছে, কিন্তু আফগানরা তাদের মতোই আছে। ১৮৪২ সালে ব্রিটিশ গিয়েছিল আফগানিস্তান দখল করতে, ১৯৭৮ সালে ফ্রেন্ডশিপ চুক্তির আড়ালে সোভিয়েত ইউনিয়ন গিয়েছিল আফগানিস্তানে এবং ২০০১ সালে ‘ওয়ার অন টেরর’ নামে আমেরিকা গিয়েছিল– সবাইকে একই ভাগ্য বরণ করতে হয়েছে।
আপনার মনে হতে পারে হঠাৎ করে ১৫ আগস্ট ২০২১ বিকেলে কাবুল দখল নিয়েছে তালেবানরা। কিন্তু বিষয়টা তা নয়। আফগানিস্তানে তালেবানদের পুনরুত্থান পর্ব জানান দিচ্ছিল বেশ ক’বছর আগে থেকেই। আফগানিস্তানে মার্কিন সামরিক তৎপরতা এবং তালেবানদের বাদ দিয়ে দেশ গঠনের প্রক্রিয়া যে ব্যর্থ হচ্ছে – তা মার্কিনিরাও জানতো। মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ বহু দলিলপত্রের বয়ান দিয়ে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে– তিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনগুলো দুই দশক ধরে এ সত্যকে লুকিয়ে রেখেছিল।