![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnew-frem22-20210817115854.jpg)
কৃতি শ্যানন মুখে যা মাখেন
কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ ছবির ‘পরম সুন্দরী’ গানে সম্প্রতি নজর কেড়েছেন বলিউডের এই নায়িকা। প্রথম ছবির পর থেকেই অভিনয়ে পারদর্শীতার পাশাপাশি কৃতি তার আকর্ষণীয় মেদহীন শরীর ও মসৃণ ত্বকের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন।
তবে তার ভক্তদের মনে প্রশ্ন তো থাকবেই কৃতির রূপের রহস্য কী? কীভাবে রূপচর্চা করেন এই পরম সুন্দরী? জানলে অবাক হবেন, কৃতির এই রূপের পিছনে কিন্তু কোনো স্পেশাল ক্রিমের জাদু নেই। বরং কৃতি রূপচর্চার ব্যাপারে একেবারেই প্রাকৃতিক জিনিসের উপর নির্ভর করেন।