কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় মৃত ৩৬ জনকে দাফন করেছেন, সংক্রমিত হননি কেউ

প্রথম আলো ভৈরব প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ০৯:৫৬

কিশোরগঞ্জের ভৈরবে করোনা সংক্রমণে গত বছরের ১৭ মে মারা যান এক নারী। তিনি ছিলেন উপজেলায় করোনায় মারা যাওয়া প্রথম ব্যক্তি। সেদিন দাফনকাজে অংশ নেওয়ার লোক জোগাড় করা যাচ্ছিল না। পরে এমন পরিস্থিতি এড়াতে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি। দলের সদস্য ২৫ জন। তাঁরা করোনায় মারা যাওয়া ৩৬ জনের লাশ দাফন করেছেন। তবে এখন পর্যন্ত দলের কোনো স্বেচ্ছাসেবীর করোনা শনাক্ত হয়নি। এ দলের পাঁচ সদস্য নারী।


স্বেচ্ছাসেবী দলটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনের কাজে যেসব স্বেচ্ছাসেবী যুক্ত, তাঁদের কেউ এখনো করোনায় আক্রান্ত হননি। এতে বেশ উজ্জীবিত দলের সদস্যরা। স্বস্তিতে আছে করোনা প্রতিরোধ কমিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও