মশা নির্মূলে চিরুনি অভিযান চলুক

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ০৮:৪৬

করোনা দুর্যোগের মধ্যে যেভাবে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, তাতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। সোমবার সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে। আইইডিসিআর-এর বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজারের ওপরে। ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। করোনা রোগীর কারণে হাসপাতালে যখন শয্যা সংকট রয়েছে, তখন ডেঙ্গু রোগীর বাড়তি চাপ স্বাভাবিক কারণেই জনমনে শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


গত বছর ডেঙ্গুতে কম আক্রান্ত হওয়ার কারণে কর্তৃপক্ষ ও নগরবাসী আগে থেকে সেভাবে সচেতন না হওয়ায় এবার এর বিরূপ প্রভাব স্পষ্ট। আমরা জানি, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন কার্যক্রম চালালেও সুফল মিলছে না। শুক্রবার সমকালেই প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, দুই সিটি করপোরেশন যে অভিযান চালাচ্ছে, তাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বেশি মাত্রায় এডিস মশার লার্ভা মিলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সমকালকে জানিয়েছেন, ডিএসসিসি এলাকায় বেশি মাত্রায় এডিস মশার লার্ভা মিলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও