![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/08/online/photos/India-2-samakal-611abd9fa93c2.gif)
নাটকীয় টেস্টে ভারতের দুর্দান্ত জয়
লর্ডস টেস্টে শেষ দিনে ম্যাচ কখনো মনে হয়েছে ইংল্যান্ডের, আবার পরোক্ষণেই মনে হয়েছে ভারতের। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে ভারত।
জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। চা বিরতির আগেই শুরু হয় নাটকীয়তা। ৬৭ রানে ইংল্যান্ডের ৪ উইকেট ফেলে দেন ভারতের বোলাররা। তখন ৩৩ রানে অপরাজিত আগের ইনিংসে সেঞ্চুরি করা জো রুট।
শেষ সেশনের খেলা শুরু হলে প্রথম ওভারেই রুটকে (৩৩) তুলে নেন যশপ্রীত বুমরা। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন ধুঁকছে। ব্যাটসম্যান শুধু জশ বাটলার ও মঈন আলী।