কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

থমথমে আফগানিস্তান পথে পথে তালেবান

সমকাল কাবুল প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ০৮:১৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের সড়কে দু'দিন আগেও ছিল প্রচণ্ড যানজট। ব্যাংক, ভিসাকেন্দ্র ও ট্রাভেল এজেন্সির সামনেও দেখা গিয়েছিল দীর্ঘ লাইন। তবে গতকাল সোমবার কাবুলজুড়ে বিরাজ করে ভূতুড়ে পরিবেশ। সবকিছুই ছিল স্থবির। ৬০ লাখ মানুষের এ শহর কট্টরপন্থি তালেবান বিনাযুদ্ধে দখল করার পর প্রথম দিনে দোকানপাট ও ব্যবসাকেন্দ্রগুলো খোলেনি। রাস্তায় ট্রাফিক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা মেলেনি। তার বদলে অস্ত্র হাতে রাস্তায় রাস্তায় টহল দেয় তালেবান যোদ্ধারা। শুধু কাবুলের নয়, দেশটির শহর-গ্রাম সর্বত্রই ছিল এমন চিত্র।


ভয়ে-আতঙ্কে গতকাল রাস্তাঘাট হয়ে পড়ে জনশূন্য। তবে বিপরীত চিত্রের দেখা মেলে কাবুল বিমানবন্দরে। সেখানে বিরাজ করে বিশৃঙ্খল পরিস্থিতি। তালেবান শাসন ফিরে আসায় আতঙ্কে দেশ ছেড়ে পালানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে দেশটির অনেকেই। কাবুল বিমানবন্দরে ছুটে যায় তারা। একে অন্যকে ঠেলে যেভাবেই হোক বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বিমানের চাকা ধরে ঝুলে পড়ে। এমন একটি ঘটনায় মাঝ-আকাশে উড়ন্ত বিমানের চাকা থেকে পড়ে তিন আফগান নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও