তিস্তা দখলে সৌরবিদ্যুৎ কেন্দ্র
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এপাশে দক্ষিণ ভোটমারী (নাককাটির ডাঙ্গা) গ্রাম। ওপাশে শৌলমারী চর, মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। গ্রামের মানুষগুলো বংশপরম্পরায় নদী পেরিয়ে ওই চরে চাষাবাদ করে আসছে। কিন্তু হঠাৎ করেই তাদের জমি কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হয়। কারণ এখানে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে। সেই থেকে গ্রামের মানুষগুলোর জীবন প্রায় থমকে গেছে। চাষাবাদের জন্য তাদের আর এক শতাংশ জমিও অবশিষ্ট নেই। এখন করবে কী, খাওয়াইবা জুটবে কোথা থেকে সেই চিন্তায় অস্থির সবাই।
এদের একজন শাহজাহান আলী কৃষক। তিনি বলেন, ‘ভুট্টা তুলে আনার পর আমার জমি দখল করে নেওয়া হয়েছে। আমার আর কোনো জমি নেই। এখন আমার দিন চলবে কিভাবে, কি দিয়ে সংসার চালাব ভেবে পাচ্ছি না। শাহজাহানের মতো এ এলাকার অনেকেই জমি হারিয়ে এখন প্রায় নিঃস্ব।