![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Aug/1628175250_12976-vandana.jpg)
গভীর অসুখ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ০৫:৫৪
হরিদ্বারের গ্রামে বন্দনা কাটারিয়ার বাড়ির সম্মুখে উচ্চবর্ণের কয়েক জন প্রতিবেশী বাজি-পটকা ফাটাইয়া ব্যঙ্গনৃত্য করিল। চিৎকার করিয়া বলিল: ভারতীয় মহিলা হকি দলে এত দলিত খেলোয়াড় বলিয়াই দল সেমিফাইনালে হারিয়াছে; শুধু হকি নহে, সব খেলা হইতে দলিত খেলোয়াড়দের দূর করিয়া দেওয়া উচিত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হকি দল
- খেলোয়াড়