তালেবান শাসনে কেমন বোধ করছেন আফগান নারীরা?
‘তাদের আসার অপেক্ষায় আমি এখানে বসে আছি। আমাকে বা আমার পরিবারকে সাহায্য করার মতো কেউ নেই; তারা আমার মতো মানুষের জন্য আসবে এবং আমাকে হত্যা করবে।’ তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করেন আফগানিস্তানের প্রথম নারী মেয়র, খ্যতনামা অ্যাক্টিভিস্ট ও রাজনীতিক জারিফা গাফারি। টুইটারে দেওয়া এক পোস্টে গাফারির এমন মর্মস্পর্শী অভিব্যক্তি তুলে ধরেছেন ঔপন্যাসিক এলিফ শাফাক। বলেছেন, আফগান নারীদের কান্নার কাছে সবকিছু তুচ্ছ মনে হয়।