যে কারণে কাবুলে হঠাৎ বোরকার দাম আকাশ চুম্বি

এনটিভি আফগানিস্তান প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ২২:৩৫

আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিয়েছে তালেবান। ফলে পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে। এরপর থেকেই সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। কী হতে যাচ্ছে তা নিয়েই যেন আতঙ্ক কাটছে না।


এমন পরিস্থিতির মধ্যেই কাবুলে নারীদের মধ্যে বোরকা কেনার হিড়িক পড়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে।


কাবুলের ব্যবসায়ী আরেফ। প্রথম নজরেই তাঁর দোকানে সারি সারি নীল বোরকা সাজিয়ে রাখতে দেখা গেল। বোরকা বিক্রি এতটা বেড়ে গেছে যে ঝুলিয়ে রাখা বোরকাগুলো দেখে যে কারও মনে হবে সেখানে ভারি পর্দা ঝুলছে। তালেবান কাবুলের দিকে অগ্রসর হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়তেই কাবুলের ভেতরে থাকা নারীরা বোরকা কিনতে মার্কেট গুলোতে ভিড় করতে শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও