সিজারের পর ১৫ দিনে তিন বার সেলাই, প্রসূতির মৃত্যু

ঢাকা পোষ্ট কালকিনি প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ২২:৩১

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভুরঘাটা মসজিদ বাড়ি এলাকায় নূর ক্লিনিকে ভুল চিকিৎসায় রেশমা আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৬ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়। রেশমা কালকিনি উপজেলার বেইলি ব্রিজ এলাকার ছত্তার খানের মেয়ে। 


রেশমার স্বজনদের অভিযোগ, ১৫ দিন আগে প্রসব বেদনা নিয়ে নুর ক্লিনিকে যান রেশমা। পরে ক্লিনিক কর্তৃপক্ষ বাচ্চা ভালো নেই বলে সিজার করানোর কথা বললে রেশমার পরিবার সিজারের অনুমতি দেয়। রেশমার সিজার করেন ডা. মুসলিমা জাহান ঐষি। কিন্তু সিজারের পর থেকেই রেশমা পেটে ব্যথা অনুভব করেন এবং অল্প অল্প রক্তক্ষরণ হতে থাকে। এই সমস্যা নিয়ে নুর ক্লিনিকে গেলে সিজার করার স্থানটি ১৫ দিনের মধ্যে নতুন করে আরও তিনবার সেলাই করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও