কয়েক দিনের ভ্যাপসা গরমের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে; মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দুয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সোমবার বলেন, ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
“এ লঘুচাপের প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না। নিম্নচাপের তেমন শঙ্কা নেই। তবে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।”
তিনি জানান, লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকলে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দেওয়া হতে পারে। পরিস্থিতি পযবেক্ষণ করে সে বিষয়ে সিদ্ধান্ত হবে।