![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F16%2Fafgan-journo.jpg%3Fitok%3DvolaVANx%26timestamp%3D1629116507)
সবাই আমাদেরকে নিয়ে খেলছে: ডেইলি স্টারকে ২ আফগান সাংবাদিক
‘আতঙ্ক আর মানসিক চাপের মধ্য দিন কাটছে আমাদের। রাস্তাঘাট একবারেই ফাঁকা। ভীত, শঙ্কিত হয়ে সবাই ঘরে অবস্থান করছে। কঠিন এক পরিস্থিতি পাড় করছি আমরা।’ আজ সোমবার ডিজিটাল মাধ্যমে দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে এমন পরিস্থিতির বর্ণনা করেছেন আফগানিস্তানের দুই জন বাসিন্দা।
কাবুলের একটি গণমাধ্যমে কাজ করেন স্থানীয় সাংবাদিক আনিস-উর-রেহমান। প্রতিদিন অফিসের কাজে বাইরে যান তিনি। কিন্তু, আজ পরিস্থিতি বাধ্য করেছে তাকে পরিবারসহ ঘরে অবস্থান করতে। শুধু আনিস নয়, তার মতে সেখানকার সবাই ভয় আর আতঙ্ক নিয়ে বাড়িতে অবস্থান করছেন।