![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F16%2Fsaif_ali_khan.jpg%3Fitok%3D7D-8uyR7)
মাসে সাড়ে তিন লাখে বাড়ি ভাড়া দিলেন সাইফ
এনটিভি
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১৬:৩০
মাসে সাড়ে তিন লাখ রুপিতে মুম্বাইয়ের বান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান, যিনি আজ নিজের ৫১তম জন্মবার্ষিকী পালন করছেন। বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, দেড় হাজার স্কোয়ার ফিটের ওই অ্যাপার্টমেন্টটিতে দুটি কার পার্কিং সুবিধা রয়েছে। তিন বছরের জন্য ওই অ্যাপার্টমেন্ট ভাড়ার চুক্তি হয়েছে, যা কার্যকর হবে ২০ আগস্ট, ২০২১ থেকে ১৯ আগস্ট, ২০২৪ সাল পর্যন্ত।