ওরা সমাজের প্রতিবন্ধকতা নয়

ইত্তেফাক শাকিরুল আলম শাকিল প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১৫:১৪

মানুষের বিচিত্রতার শেষ নেই। কেউ একটু বেশি স্বাস্থ্যবান হলে, কারো স্বাস্থ্য কম। কারো বুদ্ধি বেশি হলে, কারো আবার কম। কেউ বেশি কথা বলে, কেউ বলে কম। কম-বেশির এই তফাত নিয়েই এগিয়ে চলে আমদের জগত্সংসার। এই তফাত মানুষের রুচিতে, আচার-ব্যবহারে, রীতি-নীতিতে, সামর্থ্য-সক্ষমতাতে। প্রতিবন্ধী বলতে বুঝায় এক ধরনের বিশেষ মানুষ, যারা সুস্থ-সবল কিন্তু সক্ষমতা সাধারণ মানুষের থেকে একটু কম। এটি কোনো রোগ নয়; সক্ষমতার তারতম্য মাত্র। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, অভিশাপও নয়। তারাও আমাদের মতোই মানুষ। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, স্বাদ-আহ্লাদ আছে। ‘প্রতিবন্ধী’ শব্দটা একটু শ্রুতিকটু শোনায়। তাই বর্তমানে তাদেরকে ‘বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও