৯ নারীর বর্ণনায় আফগানিস্তানের বর্তমান অবস্থা

প্রথম আলো আফগানিস্তান প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১৩:০৩

‘কোনো নারী পুরুষসঙ্গী ছাড়া বাইরে বের হতে পারছেন না’


আমি সারাহ (ছদ্মনাম)। গজনি আমার খুব পছন্দের জায়গা, আমার জন্মস্থান। কিন্তু তিন দিন আগে সপরিবার সেই শহর ছেড়ে আসতে হয়েছে। গত একটা মাস ধরে সেখানে আমি সংঘাত দেখেছি। দুই দিন আগে বাবা ও ভাই-বোনদের সঙ্গে নিয়ে কাবুল এসে পৌঁছেছি।


গজনি এখন পুরোপুরি তালেবানের দখলে। আমাদের এলাকাটা এক মাস ধরেই তালেবানের দখলে ছিল। আমরা যুবতী নারীরা ঘরের পুরুষ-স্বামী, ভাই বা ছেলেকে ছাড়া বাইরে বের হতে পারতাম না। সেখানে বাস করা অসম্ভব প্রায়। তালেবান আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও