‘তালেবানদের দ্রুত বিশ্বাস করা কঠিন’
আফগানিস্তানে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপর থেকে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে তারা। আগের মতো বিচ্ছিন্ন নয়, বরং বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় তারা।
তালেবানের এক মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তালেবানের কয়েকটি সংযোগমাধ্যম (চ্যানেল) রয়েছে। আমরা এসব চ্যানেল আরও সক্রিয় ও উন্নত করব।