আমদানি করা কাঁচামরিচ বাজারে প্রভাব ফেলেনি

বাংলা ট্রিবিউন বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ০৯:৪৯

দেশে সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে কাঁচামরিচের  আমদানি শুরু হয়েছে। গত চার দিনে ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হলেও বাজারে এর কোনও ইতিবাচক প্রভাব ফেলেনি। উল্টো কাঁচামরিচের বাজারকে আরও অস্থির করে রেখেছে। ভারত থেকে আমদানি করা আগাপঁচা কাঁচামরিচ বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত থেকে ২৫ টাকা কেজিতে আমদানি করা হচ্ছে কাঁচামরিচ। এসব মরিচের অধিকাংশই আগা পঁচা। কিন্তু আগাপঁচা সেই মরিচই দেশের বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমদানিকারকরাই সিন্ডিকেট করে দেশি মরিচের দামে আমদানিকৃত মরিচ বিক্রি করছে। অথচ বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, কাঁচামরিচের দাম কমবে এমন প্রত্যাশায় ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও