![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F16%2Ftaliban_spokesperson.jpg%3Fitok%3DevVAcp31%26timestamp%3D1629083236)
আফগান যুদ্ধ শেষ: তালেবান
আফগানিস্তানে গত প্রায় ২০ বছর ধরে চলমান যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করেছে দেশটির সদ্য ক্ষমতাগ্রহণকারী সশস্ত্র সংগঠন তালেবান।
একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেছে।
সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাঈম সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ কথা বলেছেন।
আজ সোমবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।