কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা

বার্তা২৪ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ০৯:২৫

'আজি ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা।' রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণে বেজে ওঠা তান বেজেছিল কাজী নজরুল ইসলামের মনেও। লিখেছিলেন তিনি, 'এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ রথে।'


 

আজ পয়লা ভাদ্র, সৌন্দর্যের ঋতু শরতের প্রথম দিন। শরৎ শুভ্রতার প্রতীক। সাদা কাশফুল, শিউলি, স্নিগ্ধ জ্যোৎস্না, আলোছায়ার খেলা মিলেই এ ঋতু। এই ঋতুতেই প্রকৃতি সাজে নতুনরূপে। কাশফুলের শুভ্রতার পাশাপাশি শেফালি, মালতি, কামিনী, জুঁই, টগর মাথা উঁচিয়ে জানান দেয় রূপসী বাংলার অবারিত সৌন্দর্যের কথা। গল্প, কবিতা, উপন্যাসের পৃষ্ঠায় কবি-সাহিত্যিকরা শরৎকে নিজেদের সৃজনের খোরাক হিসেবে তুলে ধরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে