![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F15%2Fqader_mirza.jpg%3Fitok%3DtubS6XZy%26timestamp%3D1629039099)
একরামকে বহিষ্কারের দাবি কাদের মির্জার
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ দাবি জানান তিনি।
তিনি বলেন, 'গত ৫ আগস্ট বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনের এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একরাম বলেছেন- তিনি ও তার ছেলে বাংলাদেশ আ. লীগের রাজনীতির সঙ্গে আর থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। শুধু নোয়াখালীতে না তারা সারা বাংলাদেশের আ. লীগের রাজনীতির সঙ্গে আর থাকবে না। এর কিছুক্ষণ পর আবার ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গালাগাল করে বলল, আমি এ কথা বলি নাই। অথচ ইতোমধ্যে ফেসবুকে তার দল ত্যাগের ঘোষণার ভাইরাল হয়ে গেছে। এই পাগল উন্মাদকে কেন এখন পর্যন্ত জেলা আ. লীগের সেক্রেটারি রাখা হয়েছে জানি না।'