![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252Fdb14f7af-3d57-41ae-b97d-b05a9e6c8398%252FAFGHANISTAN_CONFLICT.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
তালেবানের উত্থানের দায় বাইডেনকে নিতে হবে
গত এক সপ্তাহে তালেবান আফগানিস্তানের এক ডজনের বেশি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। প্রচণ্ড গতিতে তারা একের পর এক এলাকা দখল করে এখন কাবুলের একেবারে কাছে চলে এসেছে। মার্কিন বিমানবাহিনী সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়ার পর আফগান বাহিনী তালেবানকে প্রতিহত করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এখন বাস্তবতা হলো, আফগান সরকারের পক্ষে আর খুব বেশি সময় টিকে থাকা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ছাড়তেই শুধু বাকি আছে।
কিন্তু তালেবানের এ বিপর্যয় নিয়ে আসা মোটেও অবশ্যম্ভাবী ছিল না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তালেবানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তাঁর হাত–পা বাঁধা। চুক্তির কারণেই তিনি আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনতে বাধ্য হয়েছেন। কিন্তু ২০ বছরের বেশি সময় আমেরিকা আফগানিস্তানে বিপুল পরিমাণ লোকবল ও অর্থবল খরচ করে যতটুকু সাফল্য অর্জন আনতে পেরেছিল, তা যাতে আফগান সরকার ধরে রাখতে পারে, অন্তত তা নিশ্চিত করে মার্কিন বাহিনীকে ধাপে ধাপে সরিয়ে আনা উচিত ছিল।