You have reached your daily news limit

Please log in to continue


এফডিসিতে শুটিংয়ে শিল্পী সমিতির বাঁধা

এফডিসি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মান্না ডিজিটালের সামনে চলছিল একটি বিজ্ঞাপনের শুটিং। নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম  এবং নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। কিন্তু দুপুরের পর শুটিং বন্ধ করে দেন শিল্পী সমিতির নেতা জায়েদ খান। জাতীয় শোক দিবসের মতো এমন দিনে এফডিসিতে শুটিং করা উচিত নয় বলে পরিচালককে জানান তিনি। পরে এফডিসির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বন্ধ করে দেওয়া হয় শুটিং। 

পরিচালক অনম বিশ্বাস এ বিষয়ে আর কথা না বাড়িয়ে বন্ধ রাখেন শুটিং। অভিনেতা মোশাররফ করিমও বিনাবাক্যে চলে যান শুটিং সেট থেকে।  সেখানে সরেজমিনে উপস্থিত ছিলেন সমকাল প্রতিবেদক।  আজ শুটিং না করতে আগে কোনো নোটিশ পেয়েছিলেন কিনা পরিচালককে জানতে চাইলে তিনি বলেন,  এমন কোনো কিছু পাইনি আমি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন