You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গবন্ধু শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন: এ. কে. আজাদ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে. আজাদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন। তার জীবদ্দশায় সে স্বপ্নের বাস্তবায়ন করে যেতে না পারলেও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সে লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন।

রোববার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফরিদপুর কবি জসীম উদ্দীন হলে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সমকাল প্রকাশক এ. কে. আজাদ বলেন, দেশের মানুষের মৌলিক পাঁচটি অধিকার পুরণ করা ছিল জাতির পিতার প্রথম স্বপ্ন। কিন্তু ঘাতকের বুলেট কেড়ে নেয় তার সব স্বপ্ন। আজ ৪৬ বছর পর আমরা ঐক্যবন্ধ হয়ে তার সেই স্বপ্ন পূরণ করার অঙ্গীকার নিয়ে কাজ করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন