প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান প্রতিনিধি দল, ক্ষমতা হস্তান্তরের আলোচনা চলছে
আট থেকে নয় জনের একটি তালেবান প্রতিনিধি দল এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করছেন বলে জানা গেছে। তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বিবিসিকে বলেছেন, আফগানিস্তানের জনগণের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না।
তিনি বলেন, 'আমরা আফগানিস্তানের মানুষকে, বিশেষ করে কাবুল শহরে তাদের সম্পত্তি, তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছি। আমরা দেশ ও জনগণের সেবক। আমাদের নেতা আমাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে, শহরে প্রবেশ না করতে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।'
তিনি আরও জানান, যে সকল আফগান নাগরিক ইসলামী সরকার গঠনে অংশগ্রহণ করবে, তালেবান না হলেও তাদেরকে সরকার গঠনে অন্তর্ভুক্ত করা হবে।