ফেসবুকে ছবি না দিলে টিকা কাজ করে না, বলি কেন

প্রথম আলো প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ১৯:০৭

বছর দেড়েকের বেশিই হবে বোধ হয়। এক শীতের সকালে খুলনার কয়রায় ট্রলারে চেপে বসলাম। শুরু হলো আমাদের যাত্রা। টানা তিন দিন কাটাব সুন্দরবনে। যাত্রার শুরুতেই বারবার বলা হলো, আর কিছুটা এগোলেই ফোনে নেটওয়ার্ক থাকবে না। এখন যাত্রা যার, কল করার তার শ্রেষ্ঠ সময়।


সেই সতর্কবার্তায় আমাদের কারও মধ্যে সতর্কতার ছিটেফোঁটা দেখা গেল না। উল্টো আনন্দ যেন ধরে না। ‘অবশেষে নিজের মতো করে কাটানোর জন্য সময় পাওয়া গেল’, ‘আমার আমি’, ‘চলে গেলাম নেটওয়ার্কের বাইরে’ ইত্যাদি।


নেটওয়ার্কের বাইরে প্রথম দিন ভালোই কাটল। তবে দ্বিতীয় দিন সন্ধ্যা থেকে মন কেমন কেমন করে। তৃতীয় দিন শেষে নেটওয়ার্কে ঢুকে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। খুলনায় হোটেলে ফিরে ফোন চার্জে দিয়ে বসে গেলাম ফেসবুক নিয়ে। নিউজফিড যেন আর শেষই হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও