একাত্তরের পরাজিত সৈনিকরা বঙ্গবন্ধু হত্যায় জড়িত : পলক
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাঙালি জাতি ও বিশ্বের ইতিহাসের একটি কলঙ্কতম দিন ১৫ আগস্ট। আজকের এই দিনে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। একাত্তরের পরাজিত সৈনিক, ৭৫ এর ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন।
রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।