বগুড়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু
বগুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন ও সুস্থ হয়েছেন ১৬৩ জন।
রোববার (১৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। জেলায় করোনায় মারা যাওয়া তিনজন হলেন শাজাহানপুরের সদরের তানিয়া পারভীন (৩২), লোকমান আলী (৭০) এবং সারিয়াকান্দির লজ্জাতুন্নেচ্ছা (৮০)। এ ছাড়া বাকি দুজন অন্য জেলার।