বঙ্গবন্ধুর ক্যানভাসে উদ্ভাসিত অনন্য এক বাংলাদেশ

কালের কণ্ঠ ড. আতিউর রহমান প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ১১:২৫

‘ধন্য সেই পুরুষ যাঁর নামের ওপর পতাকার মতো


দুলতে থাকে স্বাধীনতা,


ধন্য সেই পুরুষ যাঁর নামের ওপর ঝরে


মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি।’



কবি শামসুর রাহমানের এই পুরুষ এক ‘দিঘল পুরুষ’। কবির ভাষায় তাঁর ‘নামের ওপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া।’ তিনি আরো লিখেছেন ‘যাঁর নামের ওপর পাখা মেলে দেয়/জ্যোত্স্নার সারস।’ কেননা তিনিই যে বাংলাদেশের আরেক নাম। তিনি বাঙালি জাতির পিতা। মানুষ ভালোবেসে তাঁকে জন-উপাধি দিয়েছে বঙ্গবন্ধু। এই নাম এখন সর্বদাই ‘স্বতোৎসারিত’। কবি মহাদেব সাহার কথাই ঠিক, ‘লিখি বা না লিখি শেখ মুজিব বাংলা ভাষায় প্রতিটি নতুন কবিতা।’ তিনি আরো বলেছেন, ‘মুজিব গোলাপ হয়ে ফোটে, লাল পদ্ম হয়ে ফোটে হৃদয়ে হৃদয়ে।’ কেউ চাইলেই কি সেই হৃদয়কে অস্বীকারের উপায় আছে? তিনি যে রয়েছেন সর্বত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও