কূটনীতি ও সমরে যেভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠল তালেবান
মার্কিন ও ইউরোপীয়রা কাবুল থেকে নিজেদের লোকজনকে সরিয়ে নিচ্ছে আর ওদিকে বানের পানির মতো হুড়মুড় করে বিভিন্ন শহরে প্রবেশ করছে তালেবান। প্রতিদিনই নতুন কোনো না কোনো শহরে আশরাফ গনি সরকারের পতন ঘটছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছিল, ছয় মাসের মধ্যে তালেবান কাবুল দখল করবে। এখন এটা কমে তিন মাসে এসে ঠেকেছে বলা যায়।